বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রণবীর পারিবারিক মর্যাদা ও ব্যক্তিত্ব বজায় রাখতেই বিয়েবাড়িতে পারফর্ম করেন না

ভারতের উদয়পুরে বিশিষ্ট শিল্পপতি রমা রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার রাজকীয় বিয়েতে বলিপাড়ার তাবড় তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রণবীর সিং, শাহিদ কাপুরসহ এক ঝাঁক তারকা উপস্থিত ছিলেন। তবে এই জাঁকজমকপূর্ণ সন্ধ্যায় নজরে পড়েননি কাপুর পরিবারের লেডিকিলারখ্যাত অভিনেতা রণবীর কাপুর।

বিয়ের আসরের নানা ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই ভক্তদের মধ্যে প্রশ্ন জাগে—অন্যান্য তারকা থাকলেও রণবীর কেন হাজির হননি? এই আলোচনার মধ্যে প্রকাশ্যে এসেছে রণবীর কাপুরের পুরোনো একটি সাক্ষাৎকার। সেখানে তিনি স্পষ্টভাবে বলেছিলেন—টাকার বিনিময়ে তিনি কখনও কোনো বিয়েবাড়িতে পারফর্ম করবেন না। যদিও বলিপাড়ায় অর্থের বিনিময়ে তারকাদের পারফর্ম করা নতুন ঘটনা নয়, সর্বশেষ ওই বিয়েতে নোরা ফাতেহি ও রণবীর সিংদের নাচের ভিডিও ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ২০১১ সালে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর স্পষ্ট করেন, টাকার জন্য কোনো বিয়েবাড়িতে নাচা তার পরিবারের মর্যাদা ও ব্যক্তিত্বের সঙ্গে মিলে না। তিনি বলেন, “আমি যে পরিবারের সন্তান, সেটি সবসময় মনে রাখি। যারা পারফর্ম করেন, তাদের প্রতি আমার কোনো বিরোধ নেই। তবে আমার নিজস্ব মূল্যবোধ অনুযায়ী এটি আমি কখনও করব না।”

রণবীর আরও উল্লেখ করেন, অর্থ অর্জন তার একমাত্র লক্ষ্য নয়। কোটি কোটি টাকা আয় করার চেয়ে তিনি একজন সম্মানিত অভিনেতা হিসেবে পরিচিত হতে চান। তিনি চান না এমন কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যেখানে অতিথিরা মদ্যপান করে অশ্লীল আচরণ করছেন। তার মতে, এতে তার ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে। ‘অ্যানিমেল’ খ্যাত অভিনেতা বলেন, এটি তার ব্যক্তিগত পছন্দ। তিনি চান না তার পরিবারের কেউ টাকার বিনিময়ে এমন কাজ করুক। তিনি তার স্টারডম হারাতে চাইছেন না, কিন্তু কাউকেই এ নিয়ে ভুল বোঝার সুযোগ দিতে চান না যে, তিনি দর্শক ও সমাজের সঙ্গে বিচ্ছিন্ন কোনো তারকা।

শেয়ার করুন