বুধবার সকালেই মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র। হাসপাতাল থেকে তাঁকে সরাসরি জুহুর বাংলোয় পৌঁছে দেন দুই ছেলে সানি দেওল ও ববি দেওল। খবর পেয়েই বন্ধুর খোঁজ নিতে নিজে গাড়ি চালিয়ে ছুটে যান অমিতাভ বচ্চন।
ধর্মেন্দ্রর বাংলোয় প্রবেশের সময় চালকের আসনে থাকা অমিতাভকে ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুহূর্তেই। ভিডিওটি দেখে ‘শোলে’-র নস্ট্যালজিয়ায় ভেসেছেন অনুরাগীরা। চলতি বছরেই ‘শোলে’-র ৫০ বছর পূর্তি, তবে সময় গড়ালেও ‘জয়-বীরু’র বন্ধুত্ব অটুট রয়েছে। বয়সে বড় হলেও ধর্মেন্দ্র সব সময় অমিতাভের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন।
ভিডিওতে দেখা যায়, অমিতাভ নিজেই তাঁর বিএমডব্লিউ গাড়ি চালিয়ে ধর্মেন্দ্রর বাংলোয় পৌঁছান। অনুরাগীরা দুই কিংবদন্তি তারকার বন্ধুত্ব দেখে আপ্লুত হয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, “৮৩ বছর বয়সেও অমিতাভ বয়সের কাছে হার মানেননি, আজও নিজে গাড়ি চালিয়ে বন্ধুর খোঁজ নিতে গেছেন।”
ফিল্মি জীবনে নানা সময় অমিতাভ ধর্মেন্দ্রর কাছ থেকে পরামর্শ নিয়েছেন। এক সাক্ষাৎকারে বিগ বি বলেছিলেন, “ধর্মেন্দ্র আমার খুব ভালো বন্ধু। ইন্ডাস্ট্রিতে অনেক কঠিন পরিস্থিতি আসে, যেগুলো মোকাবিলা করতে ওর কাছ থেকে সবসময় সঠিক পরামর্শ পেয়েছি।”
গত সোমবার রাতে ধর্মেন্দ্রকে দেখতে শাহরুখ খান, সালমান খান, গোবিন্দাসহ আরও অনেক তারকা হাসপাতালে যান। তবে বন্ধু বাড়ি ফিরতেই তাঁকে দেখতে সবচেয়ে আগে ছুটে যান অমিতাভ বচ্চন— যা দেখে অনুরাগীরা আবারও বলছেন, “জয়-বীরু বন্ধুত্ব চিরকালীন।”





