অপু দাস (বিশেষ প্রতিবেদক):
বাংলাদেশ বোর্ড অফ ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক বোর্ডের ২০২৫ সালের কোয়ালিফাইং পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ থেকে মোট ১০১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বাবুল হোসেন ফলাফল প্রকাশের দিন আশাবাদ ব্যক্ত করে জানান, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রায় সবাই কৃতকার্য হয়েছে বলে তিনি প্রত্যাশা করছেন। তিনি বলেন, অনলাইনের মাধ্যমে ফল প্রকাশ হওয়ায় এখনো আনুষ্ঠানিক ফলাফল শিট হাতে পাননি, তবে শিক্ষার্থীদের প্রস্তুতি ও আত্মবিশ্বাস বিবেচনায় নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, কলেজের শিক্ষকরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদানে নিয়োজিত ছিলেন। নিয়মিত ক্লাস, পরামর্শ ও দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য উপযুক্তভাবে প্রস্তুত করায় শিক্ষকদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রাকৃতিক উপাদাননির্ভর ট্রেডিশনাল মেডিসিন বা দেশীয় চিকিৎসা পদ্ধতি বর্তমান সময়ে নিরাপদ, সাশ্রয়ী ও পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা ব্যবস্থা হিসেবে পরিচিতি পাচ্ছে। বিশ্বের বহু দেশে এই চিকিৎসা পদ্ধতির চর্চা রয়েছে। ট্রেডিশনাল মেডিসিনের প্রধান দুটি ধারা হলো ইউনানী এবং আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা।
খুলনা বিভাগের একমাত্র আয়ুর্বেদিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে দক্ষ আয়ুর্বেদিক চিকিৎসক তৈরি করছে এবং একই সঙ্গে এই অঞ্চলে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করছে। আয়ুর্বেদিক চিকিৎসা বিস্তারে কলেজটির অবদান এলাকাবাসীর কাছে বিশেষভাবে স্বীকৃত।
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত কলেজটি মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায়, মাগুরা–যশোর মহাসড়কের পাশে শান্ত ও মনোরম পরিবেশে অবস্থিত। কলেজটির রয়েছে নিজস্ব জমি ও প্রয়োজনীয় অবকাঠামো। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি শুক্রবার কলেজের আউটডোর বিভাগে বিনা মূল্যে রোগী সেবা প্রদান করা হয়, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে আয়ুর্বেদিক ঐতিহ্যের সমন্বয়ে প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ভবিষ্যতেও স্বাস্থ্যখাতে ইতিবাচক ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।





