দেশের বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং টাকার মূল্যপতন কমানোর জন্য বাংলাদেশ ব্যাংক আরও ২২৩ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) নিলামের মাধ্যমে এ ক্রয় কার্যক্রম সম্পন্ন হয়, যার জন্য ১৪টি বাণিজ্যিক ব্যাংক অংশ নিয়েছে।
এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সায় ডলার কেনা হয়েছে এবং এটি কাট-অফ রেট হিসেবেও কার্যকর ছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডলারের বিপরীতে টাকার অতিরিক্ত অবমূল্যায়ন রোধ করা, রেমিট্যান্স ও রফতানি খাতে গতিশীলতা বজায় রাখা এবং বৈদেশিক মুদ্রার বাজারে আস্থা প্রতিষ্ঠিত রাখার জন্য এ ক্রয় কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “মঙ্গলবার ১৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ২২৩ দশমিক ৫০ মিলিয়ন (২২ কোটি ৩৫ লাখ) মার্কিন ডলার কেনা হয়েছে। এর ফলে নতুন বছরের (২০২৬ সাল) জানুয়ারি মাসেই এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের ডলার ক্রয় দাঁড়িয়েছে ৪১১ মিলিয়ন মার্কিন ডলারে।”
তিনি আরও জানান, চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে, অর্থাৎ জুলাই থেকে ৬ জানুয়ারি পর্যন্ত, বাংলাদেশ ব্যাংক মোট ৩,৫৪৬ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে।





