বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউনিলিভার বাংলাদেশের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

হাইকোর্ট দেশের অন্যতম বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের বেঞ্চ এই আদেশ দেন।

মঙ্গলবার রিটকারীর আইনজীবী আলী আজগর ফয়সাল বিষয়টি নিশ্চিত করেন। আদালত ইউনিলিভারের চেয়ারম্যান জাবেদ আক্তার, সিইও ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান, ফাইন্যান্স ডিরেক্টর জিনিয়া হক এবং কাস্টমার বিজনেস ডেভেলপমেন্টের প্রধান সাদমান সাদিকিনকে রুলের জবাব দিতে বলেছেন। পরবর্তী আদেশ আগামী ৭ জানুয়ারি দেওয়া হবে।

আইনজীবী জানান, বিপনন প্রতিষ্ঠান অগ্রণী ট্রেডিং কর্পোরেশন ও মাসুদ অ্যান্ড ব্রাদার্স প্রায় দুই যুগ ধরে ইউনিলিভারের পণ্য বিপণন ও বাজারজাত করছে। কিন্তু জুলাই মাসে ইউনিলিভার একতরফাভাবে চুক্তি বাতিলের নোটিশ দেয়। এতে সংক্ষুব্ধ হয়ে দুই প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী সালিশকারী নিয়োগের জন্য নোটিশ দেয়।

ইউনিলিভার সালিশে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানালে, অগ্রণী ট্রেডিং ও মাসুদ অ্যান্ড ব্রাদার্স ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে চুক্তি বাতিল চিঠি কার্যকর না করার এবং অন্য কাউকে পরিবেশক নিয়োগ না দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আদালত শুনানি না করে ২৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত শুনানি মুলতবি রাখেন।

পরবর্তীতে প্রতিষ্ঠান দুটি হাইকোর্ট বিভাগে মামলা দায়ের করলে ২৩ সেপ্টেম্বর আদালত চুক্তি বাতিল চিঠি ও তৃতীয় পক্ষকে পরিবেশক নিয়োগের ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। হাইকোর্টের আদেশ অমান্য করে ইউনিলিভার নতুন করে তৃতীয় পক্ষকে পরিবেশক নিয়োগ দিলে আদালত অবমাননার রুল জারি করেন।

শেয়ার করুন