বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আবুল সরকারের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা, রমনা থানাকে তদন্তের নির্দেশ

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকায় মামলা দায়ের হয়েছে। বিচারক এই মামলাটি আমলে নিয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুল ইসলাম এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সোলাইমান তুষার।

মামলাটি করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান। মামলায় আবুল সরকার একমাত্র আসামি হিসেবে নাম রয়েছে।

এজাহার অনুযায়ী, আবুল সরকার চলতি বছরের ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরাখালা পাগলির মেলামঞ্চে দেওয়া বক্তব্য বা গান এবং পরবর্তীতে অনলাইনে প্রকাশিত ভিডিওতে মহান আল্লাহ্‌তালা ও পবিত্র কোরআনের সুরা আন-নাস সম্পর্কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অবমাননাকর মন্তব্য করেছেন।

বাদী অভিযোগ করেন, আসামির এই বক্তব্য ও আচরণ মানুষের ধর্মীয় বিশ্বাসকে ইচ্ছাকৃতভাবে অবমাননা করেছে, উত্তেজনা সৃষ্টি করেছে এবং জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে। অনলাইনে ভিডিওটি ছড়িয়ে পড়ায় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মামলাটি দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯৫ এবং ২৯৫ (ক) ধারায় দায়ের করা হয়েছে, যেখানে ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত।

শেয়ার করুন