জুম্মান হোসেন যশোর প্রতিনিধি :
যশোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কবির হোসেন পলাশের ১২তম শাহাদাতবার্ষিকীতে তাকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে বিএনপি, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং জেলা ছাত্রদলের উদ্যোগে তার কবর জিয়ারত করা হয়। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর শহরের কারবালা কবরস্থানে এ জিয়ারতের আয়োজন করা হয়।
জিয়ারতে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল ও যুগ্ম সম্পাদক কবীর হোসেন বাবু।
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পীর সার্বিক তত্ত্বাবধানে জিয়ারতে আরও অংশ নেন জেলা ছাত্রদলের সহসভাপতি শামছুজ্জামান রিন্টু, নাসির উদ্দিন, রবিউল ইসলাম দিপু, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান, এম এম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিব আনোয়ার এবং নগর ছাত্রদলের সদস্যসচিব পিকুল হাসানসহ নেতাকর্মীরা।
নেতারা পলাশের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৯ ডিসেম্বর যশোর শহরের উকিলপাড়া মোড়ে দুর্বৃত্তদের গুলিতে জেলা ছাত্রদলের সহসভাপতি কবির হোসেন ওরফে পলাশ নিহত হন। তখন তাঁর সঙ্গে থাকা ছাত্রদল নেতা শামছুজ্জামান গুলিবিদ্ধ হন। সন্ধ্যায় চা পান করতে বসা অবস্থায় কয়েকজন যুবক এসে পলাশের মাথায় ও শামসুজ্জামানের পায়ে গুলি করে; পরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়।
নিহত পলাশের প্রতি শ্রদ্ধা ও ন্যায়বিচারের দাবি পুনর্ব্যক্ত করেন নেতারা।





