গাজীপুরের শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় এই ঘটনা ঘটে।
যাত্রীদের ভাষ্য, ময়মনসিংহ থেকে ঢাকাগামী ট্রেন শ্রীপুর কাওরাইদ স্টেশনে প্রবেশের পরই ইঞ্জিনে বিকট শব্দ হয় এবং গতি কমে যায়। ইঞ্জিন থেকে ছিটকে আসা তেল যাত্রীদের গায়ে পড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে যান।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শামীম বলেন, “ট্রেনটি হঠাৎ বিকল হয়ে পড়ায় ময়মনসিংহ-ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, বিকল্প ইঞ্জিন পাঠানো হবে।” এর কারণে আশপাশের স্টেশনগুলোতেও কয়েকটি ট্রেন যাত্রাবিরতি করছে।





