বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কেশবপুরে সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র, মাদক ও সরঞ্জাম উদ্ধার: গ্রেফতার ৪

 

নুরুল্লাহ (অভয়নগর) যশোর প্রতিনিধি :

 

যশোরের কেশবপুর থানাধীন আলতাপোল ও ভোগতি গ্রামে সেনাবাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, মাদক ও বিভিন্ন নিধিদ্ধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ০২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মাহফুজুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীরি একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে চারজনকে আটক করা হয় এবং তাদের বাড়ি থেকে নিম্নলিখিত অস্ত্র, মাদক ও সরঞ্জাম উদ্ধার করা হয় ০১টি বিদেশি পিস্তল (মেইড ইন ইউএসএ) ০৫ রাউন্ড পিস্তলের গুলি ০১টি পিস্তলের ম্যাগাজিন ০৭টি দেশীয় দা ০১টি দেশি খুর ০২টি দেশীয় রামদা ০২টি ইলেকট্রিক শক মেশিন ০১টি টাকা গোনার মেশিন ০৪টি খালি মদের বোতল ০৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ০৪টি বাটন ফোন ০১টি চায়নিজ কুড়াল ০১টি চাপাতি গাঁজা সেবনের ০২ সেট সরঞ্জাম ইয়াবা ৩০ পিস গাঁজা ১ কেজি

গ্রেফতার ব্যক্তিদের পরিচয় মো : আলমগীর (৪০), পিতা : আব্দুল আজিজ, গ্রাম : আব্দুল আজিজ। জাহাঙ্গীর হোসেন পলাশ (৩৭), পিতা: আব্দুল আজিজ গ্রাম: ভোগতি, কেশবপুর, যশোর। রাসেল (২২) পিতা: মফিজুর রহমান, গ্রাম: মূলগ্রাম, কেশবপুর, যশোর উজ্জল (৩৮)পিতা: নজির বিশ্বাস গ্রাম: আলতাপোল, কেশবপুর, যশোর

অভিযানে আটক চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কেশবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি স্থানীয় থানা পুলিশ নিশ্চিত করেছে।

সেনাবাহিনী জানায়, এলাকাকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান সামনে আরও জোরদার করা হবে।

শেয়ার করুন