(স্টাফ রিপোর্টার:)
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ঝাউতলা, কলাবাগ এলাকায় নিজের কেনা জমিতে কাজ করতে গিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা খান মাসুদের সহযোগী কর্তৃক হামলার শিকার হয়েছেন ভুক্তভোগী জানে আলম জানু। গত ২৮ নভেম্বর ক্রয়কৃত জমিতে কাজ করতে গেলে এই হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী জানে আলম জানু জানান, গত ২৮ নভেম্বর তিনি তার ক্রয়কৃত জমিতে কাজ শুরু করতে গেলে আওয়ামী লীগ নেতা খান মাসুদের সহযোগী রফিকুল, সাগর, জামান, লেকু এবং তাহাজ্জতসহ কতিপয় ব্যক্তি তার উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধর করে, নির্মাণকাজে ব্যবহৃত জিনিসপত্র ভাঙচুর করে।তারা তার কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।
গণমাধ্যম কর্মীদের কাছে জানে আলম জানু তার দুর্ভোগের কথা তুলে ধরেন। তিনি জানান, তিনি ২০১০ সালে মোহাম্মদ আলীর কাছ থেকে ২৫ শতাংশ জায়গা ক্রয় করেছিলেন।
২০১৩ সালে তৎকালীন সরকার তাকে জামায়াতে ইসলামীর তকমা লাগিয়ে ক্ষমতা প্রদর্শন করে জমিটি জোরপূর্বক দখল করে নেয়। তিনি তখন কোনো প্রতিকার পাননি এবং নিরুপায় হয়ে পড়েন। সম্প্রতি ফ্যাসিস্ট সরকার পতনের পর তিনি ২৮ নভেম্বর তার জমিতে কাজ শুরু করতে গেলে আওয়ামী লীগ নেতা খান মাসুদের সহযোগীরা পুনরায় হামলা করে কাজে বাধা দেয়।
হামলার শিকার হওয়ার পর জানে আলম জানু তার কাগজপত্র নিয়ে বন্দর থানায় গেলে তদন্ত কর্মকর্তা তাকে সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। তবে, অপর পক্ষের (হামলাকারী) কাগজপত্র দেখতে চাইলে তারা অপারগতা জানায় বলে জানা গেছে।
এমতাবস্থায় ভুক্তভোগী জানে আলম জানু প্রশাসন এবং গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বিনীত অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, তাকে যেনো আর কেউ কাজে বাধা হয়ে না দাঁড়ায় এবং তিনি যেনো সুষ্ঠুভাবে নিজের জায়গায় কাজ করতে পারেন, সেই বিষয়ে প্রশাসন যেনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।





