বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মান্দার কুসুম্বা ইউনিয়নে নির্বাচনী উঠান বৈঠকে পরিবর্তনের প্রত্যাশায় উচ্ছ্বাস

নওগাঁ প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নে কেন্দ্রভিত্তিক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র থেকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এলাকাটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর ও ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনের এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মো. ইলিয়াস খান, সহকারী সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. আব্দুল মালেক, ইউনিয়ন আমীর মাওলানা সাইফুদ্দিন, সাবেক আমীর মো. আব্দুল জলিল মেম্বার, সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, তরবিয়ত সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মাওলানা আমজাদ হোসেন, যুব নেতা মো. আকতার হোসেন, সাইফুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, আফজাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ৩৬ জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে মানুষ নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে। পরিবর্তনের আকাঙ্ক্ষা এখন ঘরে ঘরে। দেশের সাধারণ মানুষ সুশাসন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চায়।”
উঠান বৈঠকে দুর্নীতি, বেকারত্ব, দারিদ্র্য, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার তুলে ধরা হয়।
স্থানীয় ভোটাররাও তাদের সমস্যা, প্রত্যাশা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে নেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।
উপস্থিত জনতার উৎসাহ-উদ্দীপনা পুরো অনুষ্ঠানজুড়ে এক প্রাণবন্ত রাজনৈতিক পরিবেশ তৈরি করে।
শেয়ার করুন