জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এমটিএফ)-এর উদ্যোগে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে দশটায় সিরাজগঞ্জ শহরের চৌরাস্তায় ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এমটিএফ) সিরাজগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ ইদ্রিস আলী। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসান, সহ-সাধারণ সম্পাদক সালমান শামিল, সাংগঠনিক সম্পাদক মুনসুর রানা, অর্থ সম্পাদক মঞ্জুর রহমান, সদস্য মোঃ সেলিম রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশে জনস্বাস্থ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মেডিকেল টেকনোলজিস্টরা দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছেন। করোনা মহামারি, প্রতিবছরের ডেঙ্গু ও নিপাহ ভাইরাসসহ নানান স্বাস্থ্য সংকটে তারা সম্মুখসারিতে দায়িত্ব পালন করেও এখনো ন্যায্য ১০ম গ্রেড সুবিধা থেকে বঞ্চিত।
সভাপতি মোঃ ইদ্রিস আলী বলেন, “দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে মেডিকেল টেকনোলজিস্টরা তাদের মৌলিক অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। বিভিন্ন মহামারি ও জনস্বাস্থ্য সংকটে জনগণের জীবন রক্ষায় তারা ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। অথচ এখনো তারা ন্যায্য ১০ম গ্রেড থেকে বঞ্চিত, যা অত্যন্ত দুঃখজনক ও বৈষম্যমূলক।”
বক্তারা দ্রুততম সময়ে ১০ম গ্রেড বাস্তবায়নের মাধ্যমে মেডিকেল টেকনোলজিস্টদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।





