মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফরিদপুরে ভাঙ্গা দেশীয় শিল্প পণ্য ও শিশু আনন্দ মেলা অনুষ্ঠিত

ফরিদপুরে ভাঙ্গা দেশীয় শিল্প পণ্য ও শিশু আনন্দ মেলা অনুষ্ঠিত

মো: আক্তারুজ্জামান (স্টাফ রিপোর্ট)

ফরিদপুরের ভাঙ্গায় ফ্যামিলি কিংডম পার্ক উদ্বোধন উপলক্ষে ভাঙ্গা দেশীয় শিল্প পণ্য ও শিশু আনন্দ মেলা অনুষ্ঠিত হয়েছে।

ফ্যামিলি কিংডম পার্কটির মালিক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি ও ভাংগা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-০৪ আসনের বিএনপির মনোনীত পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংগা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা, ভাঙ্গা উপজেলার যুগ্ন সম্পাদক মোঃ আবু সাঈদ, ভাঙ্গা উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বিটু মুন্সি, ভাঙ্গা উপজেলার প্রচার সম্পাদক মোঃ মির্জা ইমরান ও ভাঙ্গা পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম পলাশ প্রমুখ।

সম্পন্ন পার্কটি ঘিরে বিভিন্ন ধরনের পণ্যের দোকান বসেছে। বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এসে বিশ কাটা টিকিট কেটে পার্কে প্রবেশ করে খুব আনন্দ বোধ প্রকাশ করেন।

শেয়ার করুন