অবশেষে সত্য স্বীকার: আলিয়ার সাফল্যে ঈর্ষান্বিত ছিলেন সারা

বলিউডের অন্যতম সফল অভিনেত্রী আলিয়া ভাট, যিনি তার প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান গড়ে তুলেছেন। ২০২৩ সালের ১৭ অক্টোবর, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের সুবাদে তিনি জাতীয় পুরস্কার অর্জন করেন। তবে এই সাফল্য দেখে ঈর্ষান্বিত হয়েছিলেন আরেক অভিনেত্রী সারা আলি খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজেই সেই সত্য স্বীকার করেছেন।

আলিয়ার প্রতি ঈর্ষার কারণ কী?

সারা আলি খান এনডিটিভি যুবাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘যখন আলিয়া জাতীয় পুরস্কার পেল, তখন আমি মনে মনে ভাবলাম— সে পুরস্কার পেল, তার একটা সন্তানও আছে, তার জীবন তো পুরোপুরি গোছানো!’

তবে পরে তিনি উপলব্ধি করেন যে, আলিয়ার এই সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম ও আত্মত্যাগ। সারা আরও বলেন, ‘আমি একজন অভিনেত্রী হিসেবে আলিয়াকে অমানবিকভাবে বিচার করেছি। আসলে ঈর্ষা অনেক সময় আসে অজ্ঞানতা থেকে। মানুষ শুধুমাত্র অন্যের সাফল্য দেখে, কিন্তু সেই সাফল্যের পেছনের কঠিন সংগ্রাম বোঝে না।’

আলিয়ার উজ্জ্বল সময়

২০২২ সাল ছিল আলিয়া ভাটের জন্য অসাধারণ এক বছর। বছরের শুরুতেই ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। এরপর দীর্ঘদিনের প্রেমিক রণবীর কাপুরকে বিয়ে করেন এবং একই বছর কন্যা রাহার জন্ম হয়। এই বছর পেশাগত ও ব্যক্তিগত জীবনে সমানভাবে সফল ছিলেন তিনি।

সারা ও আলিয়ার বর্তমান ব্যস্ততা

সারা আলি খানকে সর্বশেষ দেখা গেছে ‘স্কাইফোর্স’ সিনেমায়, যেখানে তার সহশিল্পী ছিলেন অক্ষয় কুমার ও বীর পাহাড়িয়া। তার পরবর্তী সিনেমা ‘মেট্রো ইন দিনো’, যেখানে তিনি আদিত্য রায় কাপুর, আলি ফজল, নীনা গুপ্তা, ফাতিমা সানা শেখ, কঙ্কনা সেনশর্মা এবং পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।

অন্যদিকে, আলিয়া ভাট ব্যস্ত আছেন তার নতুন সিনেমা ‘আলফা’ নিয়ে, যা ২০২৪ সালের ২৫ ডিসেম্বর মুক্তি পাবে। এছাড়াও, তিনি অভিনয় করছেন অ্যাকশনধর্মী সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ, যেখানে তার সঙ্গে থাকবেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। এই সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের মার্চ মাসে।

সারা আলি খানের এই স্বীকারোক্তি এবং পরবর্তী উপলব্ধি বলিউডের প্রতিযোগিতামূলক পরিবেশে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে, যা পরস্পরের প্রতি সম্মান ও বোঝাপড়ার দৃষ্টান্ত স্থাপন করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ