৬ কোম্পানির অনিয়ম-দুর্নীতি নিয়ে তদন্ত প্রতিবেদন জমা

ছয়টি কোম্পানির বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। এসব প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে বিএসইসি। তবে প্রতিবেদনে দায়ীদের বিষয়ে কোনো কিছু প্রকাশ করেনি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত সময়ের অনিয়ম, কারসাজি ও দুর্নীতির বিষয়ে বিএসইসি কর্তৃক গঠিত ‘অনুসন্ধান ও তদন্ত কমিটি’ ইতোমধ্যে ছয়টি তদন্ত প্রতিবেদন কমিশনের কাছে জমা দিয়েছে। প্রতিবেদনগুলোর বিষয়ে প্রয়োজনীয় এনফোর্সমেন্ট কার্যক্রম চলমান আছে।

যে ছয় তদন্ত প্রতিবেদন জমা হয়েছে সেগুলো হলো-
১. বেক্সিমকো গ্রিন-সুকুক আল ইসতিসনা
২. আইএফআইসি গ্রান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড ইস্যু সংক্রান্ত যাবতীয় বিষয়াদি
৩. বেস্ট হোল্ডিংস লিমিটেড
৪. আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ
৫. ফরচুন সুজ লিমিটেড ও
৬. কোয়েস্ট বিডিসি লিমিটেড (পূর্বে পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালারস লিমিটেড)।

এ কোম্পানিগুলোতে বিএসইসির আগের কমিশনের চেয়ারম্যানসহ দুই কমিশনার ও বিএসইসির বর্তমান অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার নাম উঠে এসেছে। কিন্তু বিএসইসি সেই প্রতিবেদন প্রকাশ করেনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ