কবুল বলেই অজ্ঞান নতুন জামাই

দেশের নন্দিত অভিনেতা মোশাররফ করিম। নাটক-সিনেমার পাশাপাশি ওটিটিতেও সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে কাজ করেছেন কিছু নতুন নাটকে। তারমধ্যে বাংলা ভিশনে প্রচার হবে ‌‘বউ সোহাগী’ নামের নাটক। এতে বিয়ে নিয়ে বেশ মজার কাণ্ড ঘটাতে দেখা যাবে এই অভিনেতাকে। বিয়ের আসরে কবুল বলে অজ্ঞান হয়ে যাবার মতো মজার দৃশ্যও থাকবে নাটকটিতে।

আগামীকাল ১২ ফেব্রুয়ারি রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। সুজিত বিশ্বাসের রচনা ও মারুফ মিঠুর পরিচালনায় নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তানহা তাসনিয়া। তাদের সঙ্গে আছেন আরও অনেকে। পরিচালক জানান, নাটকের গল্পে দেখা যাবে – গ্রামের ছেলে হেকমত সরদার। ছোট সময় থেকেই বেশ কিছু বিষয় নিয়ে তার ফোবিয়া রয়েছে। এই যেমন পিঁড়ি ও নারীর প্রতি। আর এজন্য বিয়ে করতে ভয় পায় সে। কিন্তু তার মায়ের খুব ইচ্ছে ছেলের বউ দেখা। ছেলে হেকমতের এই ধরনের ফোবিয়া থাকায় মায়ের সেই ইচ্ছে পূরণ হচ্ছিল না।

একদিন বাড়িতে হেকমতের ছোটকালের বন্ধু আরিফকে ডেকে আনে তার মা। এ সময় ঘর থেকে বের হয়ে বাজারে নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাচ্ছিল হেকমত। হঠাৎ বাড়িতে বন্ধুকে দেখতে পেয়ে অবাক হয়ে যায় সে। এ সময় তার মা ও বন্ধু আরিফুল বলে, পাশের গ্রামে যাবে তাকে নিয়ে, এ কথা শোনার সাথে সাথেই কান্না শুরু করে হেকমত। মা ধমক দিয়ে থামায় তাকে। কিন্তু সে কোনোভাবেই যেতে রাজি না, তাই তো সে ঘরের খুটি ধরে রাখে যেন তাকে কেউ নিয়ে যেতে না পারে। একপর্যায়ে বন্ধু আরিফুল ও তার মাসহ কয়েকজন হেকমতকে দড়ি দিয়ে বেঁধে অটোতে করে নিয়ে যায় বিয়ের করাতে।

কনের বাড়িতে গিয়ে ঘটে নতুন বিপত্তি। কবুল বলার পরই অজ্ঞান হয়ে যায় হেকমত। তবুও বিয়ে বন্ধ না রেখে বাসর ঘরে আনা হয় বরসহ কনেকে। পরে জ্ঞান ফিরলে হেকমত নিজেকে খুঁজে যায় এক সুন্দরী মেয়ের পাশে বসে আছে বধু সেজে। তার নাম আরিফা।

এদিকে নতুন বউকে একনজর দেখার পর হেকমত চোখই সরাতে পারছিল না। গ্রামের এক অবিবাহিত যুবকের জীবন ও বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে নাটকটির গল্প। আর গল্পের বাকি অংশ জানতে দর্শকদের চোখ রাখতে হবে নাটকটির শেষ পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ