গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, যারা জনগণকে অশান্ত করতে চায়, জনগণকে অস্বস্তিতে রাখতে চায় ও তাদের ঘুমাতে দিতে চায় না আমরা এর সমীচীন দিতে চাই। আপনাদের মাধ্যমে আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই আমরা জনগণের পাশে আছি এবং শান্তিপ্রিয় জনগণও আমাদের পাশে আছে। কোনোভাবে ফ্যাসিবাদের রাঙ্গা চোখ এটিকে বরদাস্ত করবে না।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের শান্তির জন্য যা যা করার আমরা অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে সব করবো। জনগণকে আশ্বস্ত করতে চাই পুলিশ আপনাদের পাশে আছে। শান্তিপ্রিয় জনগণও আমাদের পাশে আছে। তারা কোনোভাবে ফ্যাসিবাদের রাঙা চোখ বরদাস্ত করবে না।
পুলিশের কমিশনার বলেন, আমাদের কাছে ইনফরমেশন আছে গাজীপুরকে কেন্দ্র করে পতিত সরকার ঘোষণা দিয়েছে, যারা আমাদের ঘুমাতে দেয় না, আমরা গাজীপুরবাসীকে ঘুমাতে দিব না, জনগণকে ঘুমাতে দিবে না। কিন্তু আমাদের দায়িত্ব জনগণকে শান্তি দেওয়া।
তিনি বলেন, আমরা কখনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি না। আমরা যুদ্ধ ঘোষণা করি দূর্বৃত্তের বিরুদ্ধে। আমরা যুদ্ধ ঘোষণা করি সন্ত্রাসের বিরুদ্ধে। আমরা কোনো দলের বিরুদ্ধে অভিযান চালাতে চাই না। যারা জনগণকে অশান্ত করতে চায়, দেশের পরিস্থিতিকে অশান্ত করতে চায় তাদের গ্রেফতার করতে চাই।
পুলিশের এ কর্মকর্তা বলেন, এ ঘটনায় যারা সরাসরি জড়িত তাদের মধ্যে থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত ৮২ জনকে গ্রেফতার করা হয়েছি। আমরা প্রত্যেককে আইনের আওতায় আনবো।