শফিনেছারের কবিতা: জীবন আর মৃত্যুর ব্যবধান

আমরা কেউ কেউ পাথর হয়ে আছি অনেক দিন

মাঝে মাঝে শৈশবের কথা মনে পড়ে যায়
মনে পড়ে যায় ফেলে আসা খেলার মাঠ, আত্মীয়-স্বজন
স্মৃতি হয়ে যাওয়া কতশত চেনা মুখ!

সময় আর আমাদের কাছে দাঁড়িয়েছে এক আততায়ী রাইফেল

দীর্ণ হৃদয়ের অস্ফুট ধ্বনি শুনতে শুনতে
অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে মনে পড়ে যায়—
জীবন আর মৃত্যু প্রকৃতপক্ষে এক সুতোয় গাঁথা!

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ