মোশাররফ করিমের ‘শাদী মোবারক’, স্ত্রী মিম

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে যাচ্ছেন নিয়মিতই। তার অভিনীত নাটক-সিনেমা মানেই বিনোদনের ফুল প্যাকেজ। থাকে নানা রকম ম্যাসেজও। দর্শকও অপেক্ষায় থাকেন প্রিয় অভিনেতার নতুন কাজ দেখার জন্য। দীর্ঘ ক্যারিয়ারে অনেক ধারাবাহিক নাটকে কাজ করেও দর্শক মুগ্ধ করেছেন মোশাররফ করিম।

বন্ধু শামীম জামানের নতুন নাটক দিয়ে আবারও ধারাবাহিকে দেখা যাবে তাকে। এ নাটকের নাম ‘শাদী মোবারক’। শামীম জামান ও মোশাররফ করিম দীর্ঘদিনের বন্ধুত্বে আবদ্ধ। একসঙ্গে তারা অনেক কাজ করেছেন। এবার তাদের একসঙ্গে পাওয়া যাবে ‘শাদী মোবারক’ নাটকে। পরিচালনার পাশাপাশি নাটকটিতে অভিনয়ও করবেন শামীম জামান।

এ নাটকে মোশাররফ করিমের বিপরীতে দেখা যাবে মিম চৌধুরীকে। এই জুটি অভিনীত বেশকিছু নাটক দর্শকের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছে। সেই দর্শকপ্রিয়তার কথা বিবেচনা করেই শামীম জামান তাদের ‘শাদী মোবারক’ নাটকে নির্বাচন করেছেন বলে জানান। নাটকে মোশাররফ করিমের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন মিম।

মোশাররফ করিম নাটকটি নিয়ে বলেন, ‘ধারাবাহিক নাটকে কাজ করার অন্যরকম একটা মজা আছে। একটা চরিত্রে অনেকটা সময় ধরে বাস করা যায়। ‘শাদী মোবারক’ নাটকের গল্পটা ভালো। শামীম জামানের সঙ্গে অনেকদিন পর কাজ হচ্ছে, এটাও ভালো লাগার ব্যাপার। মিম এখনকার অভিনেত্রীদের মধ্যে ভালো অভিনয় করে। ওর সঙ্গে আমার কিছু কাজ দর্শক পছন্দ করেছেন। ধারাবাহিকটাও পছন্দ হবে আশা করছি। সবাইকে নাটকটি প্রচারে এলে দেখার আমন্ত্রণ রইলো।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ