নরসিংদীর শিবপুরে হানাদার মুক্ত দিবসে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

 

বশির আহমদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুর হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ৮ ডিসেম্বর শিবপুর পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটি এর আয়োজনে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নরসিংদীর শিবপুরে আজ সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সদস্য আমিনুল হক রেন্টু।

সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব, শিবপুরবাসীর আগামী দিনের কান্ডারী আলহাজ্ব মন্জুর এলাহী। আরো বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার ও বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার। এ সময় দুই শতাধিক মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা প্রধান ও খাবার বিতরণ করা হয়। শিবপুরের কৃতি সন্তান আব্দুল মান্নান ভূঁইয়া, মজনু মৃধা,ঝিনুক খান সহ দেশের সূর্যসন্তানদের কে নিয়ে বক্তব্য দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ