বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ নভেম্বর নরসিংদী জেলা প্রশাসকের হল রোমে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রাশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. এইচ. এম. আজিমুল হক এর সঞ্চালনায় ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্য ও ছাত্র সমন্বয়কদের উপস্থিতিতে বক্তব্য রাখেন নরসিংদী জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান,
নরসিংদী জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াহাব রাশেদ, নরসিংদী সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক শামীম, নরসিংদী চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট আলহাজ¦ আব্দুল মোমেন মোল্লা, আহতদের পক্ষে বক্তব্য রাখেন জেলা ছাত্র সমন্বয়ক সোহান হায়দার সনো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা ফাহিম ভুইয়া রাজ অভি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রী সুমাইয়া আক্তার সেতু ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী মুনিয়া রহমান,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত, নরসিংদী সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম রাশেদ তমাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফখরুল ইসলাম, শহীদ তাহমিদের বাবা, শহীদ আমজাদের মা, শহীদ ইমনের বাবা। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন,জেলা নির্বাচন অফিসার আব্দুল মোমেন সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে পরিবারবর্গ স্মৃতিচারণ করেন এবং আহত ও সমন্বয়কগণ আন্দোলনের বিভিন্ন বিষয়ে আলোকপাত শেষে মোনাজাতে নিহতদের আত্মার মাগফেরাত, আহতদের দ্রুত আরোগ্য ও একটি সমৃদ্ধ বাংলাদেশের জন্য দোয়া করানো হয়।