বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান কে.এম আবু হানিফ হৃদয়ের সভাপতিত্বে রাষ্ট্র সংস্কারে অন্তবর্তীকালীন সরকারের কাছে ১৭ দফা দাবি তুলে ধরার সিদ্ধান্ত হয়। দেশের এই সার্বিক প্রেক্ষাপটে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে এই দাবী তুলে ধরা হবে বলে জানান দলটির প্রচার সম্পাদক ডা. মাহবুব আলম অপু।
রাষ্ট্র সংস্কারে মধ্যে রয়েছে
১। দলীয় প্রধান ও সরকার প্রধান একই ব্যক্তি হতে পারবে না নিশ্চিত করতে হবে।
২। টানা দু’বারের বেশি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হতে পারবে না নিশ্চিত করতে হবে।
৩। একশত কোটি টাকার বেশি ঋণ গ্রহিতারক্ষেত্রে তফশিলি ব্যাংকগুলোকে গণবিজ্ঞপ্তি নিশ্চিত করতে হবে।
৪। হযরত মুহাম্মদ রাসুল (সাঃ) এর নামে অবমাননার ক্ষেত্রে শাস্তির বিধান নিশ্চিত করতে হবে।
৫। পুরুষ নির্যাতন বন্ধে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আইন নিশ্চিত করতে হবে।
৬। মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকায় সেনাপ্রধানকে প্রধান করে নতুন তালিকার বিধান নিশ্চিত করতে হবে।
৭ । সরকারি কর্মচারীদের ঘুষের শাস্তি যাবজ্জীবন সাজা নিশ্চিত করতে হবে।
৮। দুদকের জবাবদিহিতায় প্রধান বিচারপতির তদারকির দায়িত্ব নিশ্চিত করতে হবে।
৯। নির্বাচন কমিশন কর্তৃক গোপন ভোট স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
১০। দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিশ্চিতকরণ ও সংরক্ষিত আসন বাতিল নিশ্চিত করতে হবে।
১১। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনাকে প্রাদেশিক সরকার গঠন নিশ্চিত করতে হবে।
১২। নাগরিকদের জাতীয় পরিচয়পত্রকে আমৃত্যু পাসপোর্টধারী বিধান নিশ্চিত করতে হবে।
১৩। সিটি ও মেগাসিটিতে দু’য়ের অধিক বাড়ির মালিকদের আলাদা রেজিস্ট্রেশন তালিকা করতে হবে।
১৪। দশম ও দ্বাদশকে বোর্ড পরীক্ষায় রেখে ১ম-দ্বাদশ পর্যন্ত মাধ্যমিক বোর্ডে অন্তর্ভূক্ত নিশ্চিত করতে হবে।
১৫। কুরআনের হাফেজদের জন্য শিক্ষাবোর্ড গঠনের মাধ্যমে ফাইনাল পরীক্ষার বিধান নিশ্চিত করতে হবে।
১৬। দেশ বাঁচাতে বাধ্যতামূলক গাছ রোপন ও নদী খাল উদ্ধারের বিধান নিশ্চিত করতে হবে।
১৭। সর্বশেষ অবসরে যাওয়া সেনাপ্রধান ও প্রধান বিচারপতিকে দিয়ে নির্বাচন কমিশনের তদারকির বিধান নিশ্চিত করতে হবে।