বাংলাদেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হয়েছে। টানা পাঁচবার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসে ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহো থাকছেন না এটা নিশ্চিত হয়েছে মাসখানেক আগেই। আজ (বুধবার) সকালে রবসন সামাজিক মাধ্যমে এক পোস্টে কিংসে নিজের অধ্যায়ের ইতি টানার পাশাপাশি কিছু প্রশ্নও উত্থাপন করেছেন।বসুন্ধরা কিংসের গত কয়েক মৌসুম প্রাণভোমরা ছিলেন রবসন। এক যুগের মধ্যে বাংলাদেশে খেলা সেরা বিদেশিদের মধ্যে রবসন ছিলেন অন্যতম। নিজে গোল করেছেন আবার করিয়েছেন।
অধিনায়কত্বের আর্মব্যান্ডও ছিল তার হাতে। রবসনের অনুপস্থিতি ইতোমধ্যে টের পেয়েছে বসুন্ধরা কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগ ও ঘরোয়া ফুটবলে চ্যালেঞ্জ কাপে রবসনের শূন্যতা স্পষ্টত হয়েছে ব্যাপকভাবেই। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের মতো ফুটবলার রবসনের সমাপ্তিটাও সুখকর হয়নি। অস্কার বিদায় বেলায় ফেসবুক পোস্টে কিংসের এক কর্মকর্তার দিকে ইঙ্গিত দিয়েছিলেন। রবসনের পোস্টেও এ রকম পুনরাবৃত্তি।ব্রাজিলিয়ানের পোস্টের একটা অংশের বাংলা অনুবাদ করলে এ রকম দাঁড়ায়, ‘কিছু মানুষ ক্লাবের ব্যবস্থাপনায় ব্যক্তিগত স্বার্থে কাজ করছে এতে শুধু খেলোয়াড়দের নয়, ক্লাবেরও ক্ষতি হচ্ছে। তাই আমার সমর্থকদের অবগতির জন্য জানাচ্ছি দুই পক্ষের জন্য একটি সুষ্ঠু চুক্তি করতে আলোচনা করেছি,
কিন্তু ক্লাব কোনো প্রতিশ্রুতি রাখেনি। ৮ মাসের বেতন না পেয়ে আমার এই অধ্যায় শেষ হতে যাচ্ছে।’ অস্কার ব্রুজনের সঙ্গে কিংসের ম্যানেজার ওয়াসিমের সম্পর্কের টানাপড়েন চলছিল। এই বিষয়টি ওপেন সিক্রেট ছিল। রবসন ক্লাবের কোনো কর্মকর্তার দিকে ইঙ্গিত করেছেন এটি স্পষ্ট নয়। তবে কোচের মতো খেলোয়াড়দের চুক্তি ও নানা বিষয়ে ম্যানেজার ওয়াসিমের সম্পৃক্ততাই বেশি ফলে তার প্রতি অসন্তোষ প্রকাশের সম্ভাবনাই বেশি বলে ধারণা ফুটবল সংশ্লিষ্টদের। রবসনের ক্যারিয়ারের বর্ণিল সময় কেটেছে বসুন্ধরা কিংসেই। দলকে দিয়েছেন একাধিক লিগ, টুর্নামেন্ট শিরোপা। নিজেও পেয়েছেন সম্মান, অর্থ ও জনপ্রিয়তা। তাই কিছুটা ক্ষোভ থাকলেও সামগ্রিকভাবে বাংলাদেশ ও কিংসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এভাবে,
‘আমি বসুন্ধরা কিংস এবং বাংলাদেশের মানুষদের উষ্ণ অভ্যর্থনা এবং অমূল্য মুহূর্তের জন্য ধন্যবাদ জানাই। শিগগিরই দেখা হবে এবং শুভকামনা।’বাংলাদেশের ফুটবলে পেশাদার ক্লাব হিসেবে আলোচিত বসুন্ধরা কিংস। মাঠের ফুটবলে অনেক সাফল্য অর্জন করছে। তবে সাম্প্রতিক সময়ে কোচ-খেলোয়াড় বিদায় মুহূর্তে তাদের পেশাদারিত্ব খাানিকটা প্রশ্নের মুখে পড়ছে। রবসনের পোস্টের পরিপ্রেক্ষিতে বসুন্ধরা কিংস এখনো কোনো পোস্ট বা বিবৃতি দেয়নি।