বাঁচামরার ম্যাচে জিম্বাবুয়েকে ১৪৫ রানেই গুটিয়ে দিলো পাকিস্তান

 

সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে বড় হার। ঘুরে দাঁড়ানোর মিশনে জিম্বাবুয়েকে শক্ত কামড়ই দিয়েছে পাকিস্তান। পাকিস্তানি স্পিনারদের তোপে ৩২.৩ ওভারে ১৪৫ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ের ইনিংস।বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেয় জিম্বাবুয়ে। ২৩ রানে ২ উইকেট হারালেও একটা সময় ঘুরে দাঁড়িয়েছিল স্বাগতিকরা।

৫ উইকেটে তারা তুলেছিল ১২১ রান। সেখান থেকে আর মাত্র ২৪ রান তুলতে শেষ ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের কেবল দুজন ব্যাটার ত্রিশের ঘর ছুঁতে পেরেছেন-ডিয়ন মায়ার্স (৩৩) আর শন উইলিয়ামস (৩১)। জিম্বাবুয়ের একটি রানআউট বাদ দিলে বাকি ৯টি উইকেটই নিয়েছেন পাকিস্তানি স্পিনাররা। আবরার আহমেদ ৪টি, সালমান আলি আগা ৩টি, সায়েম আইয়ুব আর ফয়সাল আকরাম নেন একটি করে উইকেট।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ