নওগাঁর মান্দায় জয় কালী মন্দিরের দেবোত্তর পুকুরে পোনামাছ অবমুক্ত

নওগাঁর মান্দা উপজেলার কালিগ্রাম মৌজায় জয় কালী মন্দিরের দেবোত্তর সম্পত্তিতে থাকা একটি পুকুর দখল মুক্ত করে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ওই পুকুরে রুই, কাতলা, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় দেবোত্তর সম্পত্তির মালিক পক্ষের দেবাশীষ রায় ও অশোক রায় উপস্থিত ছিলেন।
অষোক রায় বলেন, জয়কালী মাতার মন্দির উন্নয়ন ও পরিচালনার জন্য কালিগ্রাম মৌজায় ৬ দশমিক ২৭ একর সম্পত্তিতে একটি পুকুর খনন করে ভোগ দখল করে আসছিলাম । দীর্ঘ ১৬ বছর ধরে পুকুরটি নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য রাজু আহমেদ, জুয়েলসহ তার লোকজন জবরদখল করে রেখেছিলেন।
আদালতের রায় নিয়ে সেটি দখলমুক্ত করে মাছ চাষের উদ্যোগ নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ