সিলেটে মাস্ক পরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিলের নেতৃত্বকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে র্যাব। সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে আটক করা হয় তাকে। এ সময় তার সহযোগীকেও আটক করেছে র্যাব।
সোমবার রাতেই গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।
আটকরা হলেন- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এয়ারপোর্ট থানার সহসভাপতি ও বিমানবন্দর আবাসিক এলাকার আয়েশ উদ্দিনের ছেলে রাকিবুল হাসান নিরব (২৫) ও তার সহযোগী এয়ারপোর্ট কাকুয়ারপাড় এলাকার পরিমল দেবনাথের ছেলে মিঠুন দেবনাথ। মিঠুন এয়ারপোর্ট থানা ছাত্রলীগের সহসাংগঠনিক সম্পাদক।
এর আগে সোমবার (১৮ নভেম্বর) সকালে মুখে মাস্ক পরে ‘জয় বাংলা’ মিছিল করেন কিছু যুবক। নগরীর দরগা গেইট এলাকায় এই মিছিল বের করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। এসময় শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, আটক দুইজনের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। আটকের পর তাদেরকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।