চট্টগ্রামে বিতরণ হয়নি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সাড়ে ১২ লাখ স্মার্ট কার্ড। ছাপানোর পর মাঠ পর্যায়ে পাঠানো এসব স্মার্ট কার্ড বিতরণ করতে পারেনি নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন বলছে, স্থানীয় পর্যায়ে ওয়ার্ডভিত্তিক স্মার্টকার্ড বিতরণের সময় সংশ্লিষ্টরা নিতে আসেননি। পরে কার্ডগুলো ফেরত আসে। অভিযোগ রয়েছে, যারা নির্দিষ্ট সময়ে স্থানীয় পর্যায় থেকে কার্ড সংগ্রহ করতে পারেননি তারা পরবর্তী সময়ে জেলা নির্বাচন অফিসে গিয়ে হয়রানির শিকার হওয়ার কারণে কার্ড সংগ্রহ করতে অনীহা প্রকাশ করছেন। মূলত আগের এনআইডি দিয়ে সব কার্জ সম্পন্ন করতে পারার কারণে স্মার্টকার্ড সংগ্রহে অনীহা রয়েছে সংশ্লিষ্টদের।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সারাদেশে নির্বাচন কমিশন ১০টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মাঠ পর্যায়ে স্মার্ট কার্ড বিতরণ করে। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস থেকে সরবরাহকৃত কার্ডের মধ্যে ১২ লাখ ৫৯ হাজার ৬২০টি স্মার্টকার্ড বিতরণ হয়নি। শুধু চট্টগ্রাম মহানগর ও জেলাতেও ১০ লাখ ১ হাজার ২০২টি কার্ড বিতরণ হয়নি।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, অবিতরণকৃত স্মার্টকার্ডগুলো বিতরণের ব্যাপারে কমিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। যে সব উপজেলায় স্মার্ট কার্ড রয়ে গেছে সেখানকার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এ ব্যাপারে (স্মার্টকার্ড বিতরণের জন্য) নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন কয়েকটি উপজেলার স্মার্ট কার্ড এসেছে সেগুলো বিতরণ চলছে। চট্টগ্রাম অঞ্চলে শতভাগ স্মার্ট কার্ড বিতরণ হয়েছে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়। এছাড়া রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা ও জুরাছড়ি উপজেলায়।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চট্টগ্রামে সবচেয়ে বেশি অবিতরণকৃত কার্ড রয়ে গেছে পাঁচলাইশ থানা এলাকায়। এই জোনে ৩ লাখ ৫৭ হাজার ১৩৭ জন ভোটারের মধ্যে এখনো ১ লাখ ৪০ হাজার ৩৭৩টি স্মার্টকার্ড বিতরণ হয়নি। এরপরে রয়েছে ডবলমুরিং থানা এলাকায়। এই জোনে ৩ লাখ ৮৩ হাজার ৮৪ জন ভোটারের মধ্যে এখনো ১ লাখ ২৬ হাজার ৭৯৬ টি স্মার্ট কার্ড বিতরণ হয়নি। এরপর বন্দর জোনে ৩ লাখ ১৯ হাজার ৭৪৯ জন ভোটারের মধ্যে এখন পর্যন্ত ৯৮ হাজার ২৬৬টি স্মা র্টকার্ড বিতরণ হয়নি। চান্দগাঁও জোনে এখনো ৭২ হাজার ২৪৭টি স্মার্ট কার্ড বিতরণ হয়নি। পাহাড়তলী জোনে এখানো ৭১ হাজার ৯৬৮টি স্মার্ট কার্ড বিতরণ হয়নি। কোতোয়ালী জোনে এখানো ৫৩ হাজার ৯৮৮টি স্মার্টকার্ড বিতরণ হয়নি।
এদিকে, চট্টগ্রাম জেলার মধ্যে সবচেয়ে বেশি অবিতরণকৃত কার্ড রয়ে গেছে ফটিকছড়ি উপজেলায়। এই উপজেলায় ৬২ হাজার ৫০০টি স্মার্টকার্ড বিতরণ হয়নি। পটিয়া উপজেলায় ৫৭ হাজার ৩২টি। রাঙ্গুনিয়া উপজেলায় ৪৮ হাজার ৪৭৬টি। হাটহাজারী উপজেলায় ৪৪ হাজার ৮১৯ টি। সীতাকুণ্ড উপজেলায় ৪৩ হাজার ৪১৩টি ও সাতকানিয়া উপজেলায় ৩৯ হাজার ৬৪৮ টি স্মার্ট কার্ড বিতরণ হয়নি।
ভোটারদের মাঝে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ কার্যক্রম শুরু হয়েছিল ২০১৬ সালে। চট্টগ্রামে চন্দনাইশ, কর্ণফুলী, বাঁশখালী এবং মিরসরাই উপজেলার ভোটারটা এখনো স্মার্ট কার্ড পাননি।