আমরা মোহামেডান নাসিক ৮নং ওয়ার্ড আয়োজিত ডিগবল টুর্নামেন্ট

মাদককে না বলি খেলাধুলায় মনযোগী হই। এই স্লোগান কে সামনে রেখে আমরা মোহামেডান কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি  মরহুম হাবিবুর রহমান হাবিব স্মরণে স্মৃতি ডিগবল টুর্নামেন্ট  নাসিক ৮নং ওয়ার্ড আয়োজিত ডিগবল খেলা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২০০১ সাল ১২ ফেব্রুয়ারী ঘাতকদের গুলির আঘাতে  গুলি বৃদ্ধ হয়ে দীর্ঘ দিন চিকিৎসারত অবস্থায় ২৫ শে ফেব্রুয়ারী মৃত্যু বরণ করেন।
শুক্রবার ১১ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ড আইলপাড়া কবরস্থান ঈদগাঁ মাঠে এই খেলার আয়োজন করা হয়।  উদ্ভোদক শিরিন হাবিব দুই দলের প্লেয়ারদের সঙ্গে পরিচিতি শেষে কবুতর উড়িয়ে খেলার উদ্বোধন করেন উক্ত খেলায়  সাধারণ সম্পাদক কেন্দ্রীয়, আমরা মোহামেডান ও নাসিক ৮নং ওয়ার্ড সভাপতি বিএনপি ডি এইচ বাবুলে’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন  উদ্ভোধক প্রধান উপদেষ্টা কেন্দ্রীয় আমরা মোহামেডান শিরিন হাবিব,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি কেন্দ্রীয় আমরা মোহামেডান খোরশেদ আলম নাসির, সহ-সভাপতি কেন্দ্রীয় বোরহান উদ্দিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও নাসিক ৮নং ওয়ার্ড  সাধারণ সম্পাদক বিএনপি জাহাঙ্গীর হোসেন স্বাধীন, আহবায়ক টুর্নামেন্ট কমিটি ও যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় আমরা মোহামেডান মোঃ আক্তার হোসেন।
শিরিন হাবিব বলেন বর্তমান সময় চারপাশে মাদকের ছয়লাপ। এরইমধ্যে আইলপাড়া যুব সমাজের এই উদ্যোগ এবং আমার স্বামীর স্মৃতির স্বরণে যে আয়োজন করা হয়েছে তাই আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং নিঃসন্দেহে তারা প্রশংসনীয়। আমি আশাকরি আগামীতে এই ধরনের খেলাধুলা চালিয়ে রাখবে আইলপাড়া যুব সমাজ।  এসময় আরো উপস্থিত ছিলেন জাকির, হাবিব, বাদশা,  তোফাজ্জল, আব্দুল আজিজ শিপন, কাদির,আলমগীর রাজা প্রমুখ।  সার্বিক সহযোগিতায় আইলপাড়া যুব সমাজ, সৌজন্যে শাহিন হোসেন,উজ্জ্বল, কশিক,তন্ময়,ইরান আরও অনেক উদ্ভোদনিয় খেলায় এনায়েতনগর একাদশ বনাম জিকে এসপি অংশগ্রহণ করেন। টিম এনায়েতনগর একাদশ ২ গোল দিয়ে জিকে এসপি কে শুন্য গোলে পরাজিত করে ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ