সাতক্ষীরায় সুধীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা :
ইসলামী ব্যাংক বাংলাদেশ সাতক্ষীরা শাখায় সুধীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(০৪ সেপ্টেম্বর) সকালে  ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সাতক্ষীরা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। প্রধান কার্যালয় ঘোষিত “গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন” শিরোনামে সেপ্টেম্বর মাসব্যাপী গ্রাহক সেবা মাস-২৪ উপলক্ষে ইসলামিক স্কলার, ধর্মীয় আলোচক, মসজিদের ইমাম ও খতীব ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগণ কে নিয়ে  মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন্স সৈয়দ শামসুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলার উপ-পরিচালক মো: মেহেদী হাসান।  প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন  ঝাউডাংগা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ  ও বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা জেলার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আবদুল বারী। এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা আলীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি আক্তারুজ্জামান,  হযরত আবুবক্কর সিদ্দিক (রাঃ) ইসলামিয়া কামিল মাদ্রাসার (ভারপ্রাপ্ত)  অধ্যক্ষ  হযরত মাওলানা হাফিজুর রহমান, আহসানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আলতাফ হুসাইন,
জমিয়তে আহলে হাদীস আন্দোলনের সাতক্ষীরা জেলা সভাপতি ওবায়দুল্লাহ গজনফর, সদর হাসপাতাল জামে মসজিদের খতীব হাফেজ মুফতি সাইফুল্লাহ, পাটকেলঘাটা আল আমীন ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমীন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসীরিন সাতক্ষীরা জেলা সভাপতি হযরত মাওলানা মনিরুল ইসলাম বেলালী, সাতক্ষীরা কামালনগর জামে মসজিদের খতীব মাওলানা মনিরুল ইসলাম ফারুকীসহ শাখার সকল পর্যায়ের  কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ