ওসমান হারুনী, জামালপুর প্রতিনিধি:
জামালপুরে ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আছান আলী (৫৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আছান আলী সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ওয়ার্ড যুবলীগের সবেক সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আছান আলী লক্ষ্মীরচর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডে পরপর তিনবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। এ নিয়ে প্রতিপক্ষের লোকজনের সাথে তার পূর্ব বিরোধ চলে আসছিলো। শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে বাড়িতে ফেরার সময় রায়েরচর মোল্লাপাড়া এলাকায় দিনে-দুপুরে প্রকাশ্যে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে।
পরে পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, ঢাকা মেডিকেলে নিহতের ময়নাতদন্ত করে মরদেহ বাড়িতে আনা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।
ওসমান হারুনী
জামালপুর।
০১৮১৮৫১৪১২৬
০১৮১৮৫১৪১২৬