সারাদেশে স্বল্প দূরত্বের ট্রেন যাতায়াত শুরু হলো

কোটা সংস্কার আন্দোলনের ফলে গত ১৮ জুলাই মালবাহী ও যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তা সত্ত্বেও বিজিবি ও পুলিশের নজরদারিতে তেল-ফুয়েল ট্রেন চলাচল করছে। তবুও, 14 দিনের বিরতির পরে স্বল্প-দূরত্বের যাত্রীবাহী ট্রেনগুলি আবার পরিষেবা শুরু করেছে।

১লা আগস্ট বৃহস্পতিবার সকাল ৭টায় দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যায়। বাংলাদেশ রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে যে কারফিউ শিথিল করার সময় স্বল্প দূরত্বের ট্রেন চলাচল করবে।

বাংলার চোখ নিউজের সঙ্গে আলাপকালে ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, সকাল থেকে ট্রেন চলাচল করছে। দেওয়ানগঞ্জ থেকে কমিউটার ট্রেনটি প্রথমে স্টেশন ছেড়ে যায়। এখন স্বল্প দূরত্বের ট্রেন চলাচল করছে। যাত্রী এবং ট্রেন উভয়ের সুরক্ষার জন্য, রেলওয়ে নিরাপত্তা কর্মীরা ট্রেনে অবস্থান করছেন।

এর আগে ৩০ জুলাই মঙ্গলবার রেলভবনের সম্মেলন কক্ষে সিদ্ধান্ত হয় যে বাংলাদেশ রেলওয়ের ট্রেন পরিষেবা আজ থেকে শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ