শুক্রবার আওয়ামী লীগের শোক মিছিল পালন

আগামী ২ আগস্ট শুক্রবার বিকেল ৩টায় রাজধানী ঢাকায় আওয়ামী লীগের পক্ষ থেকে শোকযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগস্ট মাসের সম্মানে, যা শোকের মাস হিসাবে মনোনীত হয়। ৩১ জুলাই বুধবার দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ ময়দান থেকে মিছিল শুরু হবে। এরপর এটি শাহবাগ, এলিফ্যান্ট রোড ও মিরপুর রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন মাঠে পৌঁছাবে, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবন।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকার সব জেলা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মী এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সদস্যসহ সর্বস্তরের অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ