আন্দোলন প্রত্যাহার করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আজম খান কমার্স কলেজ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের পক্ষে তানভীর আহমেদ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। আর শেখ রাসেল আজম খান কমার্স কলেজের পক্ষ থেকে এ ঘোষণা দেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা সার্কিট হাউসে বৈঠক শেষে তারা এ ঘোষণা দেন।

এর আগে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়; খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন; খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা; খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম; খুলনা মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ; খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল; খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক সহকারী পরিচালক মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী ও রাজু রায়; এবং এর আগে আজম খান কমার্স কলেজের তিনজন শিক্ষার্থী বৈঠক করেন। বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়।

খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন বলেছেন, শিক্ষার্থীদের রাজি করাতে আমরা সফল হয়েছি। এই আন্দোলন বিএনপি-জামায়াতের সঙ্গে যুক্ত ছিল, যা সারা দেশে নৈরাজ্যের জন্ম দেয়। তারা জাতিকে অস্থিতিশীল করার চেষ্টায় ছাত্রদের শ্বাসরোধ করার পরিকল্পনা করছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ