ফয়সাল হাসান , বয়স তার ২৫ বছর। বাড়ি ভৈরব জেলার আশুগঞ্জ থানার সোনারামপুর গ্রামে। গত দশ বছর ধরে ময়মনসিংহ ট্রেন স্টেশনের দ্বিতীয় প্ল্যাটফর্মে খাঁচা থেকে কলা-রুটি চলছে। মাসে ৩,০০০ টাকায়, তিনি কাছাকাছি একটি ব্যাচেলর মেসে ভাড়া থাকেন।
তবে কোটা সংস্কার আন্দোলনের কারণে গত নয় দিন ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বাণিজ্য বন্ধ হয়ে গেছে কারণ সেখানে কোনো লোক নেই, তাই তিনি সাময়িকভাবে বেকার। এই পরিস্থিতিতে তিনি তার পরিবারের জন্য উদ্বিগ্ন কারণ তার পকেটে টাকা নেই।
২৮ জুলাই রবিবার দুপুরে ময়মনসিংহ ট্রেন স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে দোকান পরিষ্কার করছিলেন তিনি। এ সময় ঢাকা পোস্টের সঙ্গে কথা হয় ফয়সালের। তিনি বলেন, ট্রেন চলাচল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনে কেউ চলাচল করছে না।
আগের চার দিনে আমার দোকানের তিন হাজার টাকার কলা ও রুটি নষ্ট হয়েছে। এই মাসের বাসার ভাড়া এখনো আমার মানিব্যাগে নেই। এক দিনের খাবারের দাম দুই থেকে তিনশ টাকা। আমার এখন কী করা উচিত এবং এই দুর্দশা কতদিন স্থায়ী হবে? আমার তা বুঝতে কস্ট হচ্ছে।