কোটা আন্দোলনে সহিংসতা, রাজশাহীতে গ্রেফতার ২৮২

রাজশাহীতে কোটা আন্দোলনে সহিংসতার অভিযোগ ১৭টি মামলা হয়েছে। এরমধ্যে সাতটি মামলা করেছে রাজশাহী মহানগর পুলিশ। বাকি ১০টি করেছে রাজশাহী জেলা পুলিশ।

এসব মামলায় গত কয়েক দিনের অভিযানে মোট ২৮২ জনকে গ্রেফতার করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম ও জেলা পুলিশ সুপার সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম জানান, রাজশাহী মহানগর এলাকায় গত কয়েকদিনে সহিংসতা ও নাশকতার চেষ্টার অভিযোগ সাতটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাত ৯০০ জনকে আসামি করা হয়। গত কয়েক দিনের অভিযানে মোট ১৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার সাইফুর রহমান জানান, রাজশাহী জেলাতে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা হয়েছে। এসব মামলায় ১৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে। আজ সকাল পর্যন্ত মোট ১১৯ জনকে গ্রেফতার করা হয়।

এসপি বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তারা সবাই নাশকতার চেষ্টা করেছেন। এদের রাজনৈতিক পরিচয়ও আছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ