টানা তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে বগুড়ায়। শনিবার (৪ মে) বিকেল পৌনে ৫টা থেকে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় বৃষ্টি নামতে শুরু করে। বৃষ্টির পর জেলার তাপমাত্রা অনেকটা কমে আসতে শুরু করেছে।
আবহাওয়া অফিসসূত্রে জানা যায়, বগুড়ার সর্বোচ্চ তাপমাত্র ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ৩০ এপ্রিল এ মৌসুমে জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। যা ১৯৮৯ সালের পর ৩৫ বছরে জেলার সর্বোচ্চ তাপমাত্র।
বৃষ্টির নামার পর অনেকেই স্বস্তির কথা লিখে ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।
স্মৃতি সঞ্চয়ীতা অর্থী নামের একজন গণমাধ্যম কর্মী ফেসবুকে লিখেছেন ‘অবশেষে মেঘের গর্জন ও বৃষ্টি।’
জেলা আবহওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক নুরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত রেকর্ড করার মতো বৃষ্টি হয়নি। তবে রোববার (৫ মে) থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। পুরো মে মাস জুড়ে বৃষ্টিপাত হলেও গরম খুব বেশি কমবে না। তবে তাপপ্রবাহ কমে যাবে ও কিছুটা স্বস্তি ফিরবে।