মেয়েকে পাত্রী সাজিয়ে প্রতারণা, ৩ লাখ টাকা খোয়ালেন বৃদ্ধ

বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে বৃদ্ধের কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার জেলার চৌগাছার দক্ষিণসাগর গ্রামের বৃদ্ধ খায়রুল ইসলাম এ মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সাজ্জাদ হোসেন পাপ্পু।

আসামিরা হলেন- যশোর সদরের কাশিমপুরের সেতু ও তার স্ত্রী খাদিজা খাতুন ওরফে সাথী খাতুন ও শাশুড়ি চৌগাছার যোগীপাড়ার চান্দিনা বেগম এবং হাশিমপুরের মকবুল হোসেনের ছেলে হাফিজুর রহমান।

জানা গেছে, স্ত্রীর মৃত্যুর পর খায়রুল দ্বিতীয় বিয়ে করতে আগ্রহী হন। চান্দিনা ঘটক সেজে ২০ আগস্ট সাথীর সঙ্গে খায়রুলের দেখা করান। সাথী বিয়ে করবেন বলে রাজি আছেন এমন ছলনায় ফেলেন। তিনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২ লাখ ১৬ হাজার ৪৯০ টাকা খায়রুলের কাছ থেকে হাতিয়ে নেন। ৫ অক্টোবর একজনকে সঙ্গে নিয়ে বিয়ে করতে যান খায়রুল। তখন আসামি সেতু ও হাফিজুর তাদের আটকে মারধর করে আরও ৫০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাড়িয়ে দেন। খাইরুল খোঁজ নিয়ে জানতে পারেন সাথী মূলত চান্দিনার মেয়ে।

যশোর

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ