লিটন দাস কি এশিয়া কাপে যোগ দেবেন?

এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে গত রবিবার ঢাকা ত্যাগ করেছিল বাংলাদেশ দল। তবে জ্বর থাকায় সেদিন দলের সঙ্গে যেতে পারেননি লিটন দাস। সুস্থ হয়ে উঠলে পরের দিন দেশ ছাড়ার কথা ছিল তার। পরে জ্বরের অবস্থার উন্নতি না হওয়া জানা গিয়েছিল এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলছেন না লিটন।

কিন্তু বুধবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, লিটন পুরো এশিয়া কাপ থেকেই ছিটকে গেছেন। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে এনামুল হক বিজয়কে।

তবে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অবশ্য ভিন্ন কথা বলছেন। তিনি গণমাধ্যমে জানিয়েছেন, ‘লিটন সুস্থ হয়ে উঠলে আমরা তাকে পাঠাব। দল সুপার ফোরে গেলে সে যোগ দেবে।’
মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘হয়তো কোথাও ভুল-বোঝাবুঝি হয়েছে। লিটন পুরো এশিয়া কাপ থেকে ছিটকে যায়নি। আমরা দু-এক দিনের মধ্যে লিটনের অবস্থা বুঝে বিষয়টি সবাইকে জানিয়ে দেব।’

উল্লেখ্য, শ্রীলঙ্কায় এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের কাছে হেরেছে বাংলাদেশ। পরের ম্যাচ খেলতে দ্বিতীয় ভেন্যু পাকিস্তানের লাহোরে যেতে হবে টাইগারদের। সেখানে ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

//এমটিকে

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ