জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের মেয়ে শিফটের ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ হয়।
নিয়ম অনুযায়ী নির্ধারিত আসনের ১০ গুণ বেশি সংখ্যক পরীক্ষার্থীর মেধাতালিকা ফলাফলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নুহু আলম বাংলানিউজকে বলেন, মেয়েদের ১৫৫ আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৩৭ হাজার ৮৭৭টি। এদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ২৫ হাজার শিক্ষার্থী। পাস করেছেন ১২ হাজার ৯০০ জন।
তবে নিয়ম অনুযায়ী নির্ধারিত আসনের ১০ গুণ বেশি সংখ্যক পরীক্ষার্থীর মেধাতালিকা ফলাফলে উল্লেখ করা হয়েছে।
ভর্তি পরীক্ষার ফলসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে juniv-admission.org পাওয়া যাবে।