জাতীয় বেতন কমিশনের খণ্ডকালীন সদস্য পদ থেকে সরে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে তিনি নিজেই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ ব্রিফিংয়ে অধ্যাপক মাকছুদুর রহমান সরকার বলেন, গত ১৮ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে অর্থ উপদেষ্টার মৌখিক নির্দেশনা এবং জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের লিখিত নির্দেশের ভিত্তিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য সুপারিশ প্রণয়নের লক্ষ্যে চার সদস্যবিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়। ওই উপকমিটিকে নির্দিষ্ট তিনটি কার্যপরিধির আওতায় কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছিল।
তিনি জানান, সংশ্লিষ্ট উপকমিটি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বাস্তবতা বিবেচনায় নিয়ে ন্যায়সংগত ও প্রয়োগযোগ্য মোট ৩৩টি সুপারিশ তৈরি করে। এসব প্রস্তাব ধাপে ধাপে বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয় এবং প্রতিটি সুপারিশের পেছনে বিস্তারিত ব্যাখ্যা ও যুক্তি সংযুক্ত করা হয়। পাশাপাশি অধিকাংশ ক্ষেত্রে বেতন ও সুযোগ-সুবিধাকে শিক্ষকদের কাজের মান ও কর্মদক্ষতার সঙ্গে যুক্ত করার সুস্পষ্ট প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে তিনি ওই উপকমিটির প্রতিবেদনটি আলাদা এজেন্ডা হিসেবে কমিশনের পূর্ণাঙ্গ সভায় উপস্থাপন ও আলোচনার আবেদন জানান। তবে তার সেই অনুরোধ কমিশনের পক্ষ থেকে গুরুত্ব পায়নি বলে তিনি অভিযোগ করেন।
অধ্যাপক মাকছুদুর রহমান সরকার আরও বলেন, গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত কমিশনের সর্বশেষ সভায় একটি প্রাথমিকভাবে চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। সেই প্রতিবেদনের সারসংক্ষেপ পর্যালোচনা করে তিনি দেখতে পান, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য গুরুত্বপূর্ণ অনেক প্রস্তাব যথাযথভাবে প্রতিফলিত হয়নি। তার মতে, এ ধরনের সিদ্ধান্ত দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নের পথে বড় ধরনের বাধা হয়ে দাঁড়াতে পারে। এই প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে কার্যকর ভূমিকা রাখতে না পারায় কমিশনে থাকা অর্থহীন মনে করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের উদ্দেশ্যে সরকার গত ২৭ জুলাই প্রজ্ঞাপন জারি করে ২২ সদস্যের জাতীয় বেতন কমিশন গঠন করে। ওই কমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকারকে খণ্ডকালীন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল।




