বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

 নরসিংদীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার :

নরসিংদীর বেলাবতে পুলিশের বিশেষ  অভিযানে ইয়াবা’সহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহর নেতৃত্বে ও ওসি (তদন্ত) মো. নাসির উদ্দিন’সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বাজনাব সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জাকির হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তল্লাশি চালিয়ে ইয়াবাসহ প্রথমে জাকির হোসেন ও আরমান হোসেন নামে দুইজনকে আটক করে পুলিশ।

​​আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে আটককৃতদের দেখতে যান উজ্জল মিয়া নামে এক ব্যক্তি। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে তল্লাশি করলে মাদক সেবনে ব্যবহৃত কার্বন পেপার উদ্ধার করা হয়। পরবর্তীতে নিজের অপরাধ স্বীকার করলে পুলিশ তাকেও আটক করে। আটককৃত তিনজনকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। পরে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা প্রদান করা হয়।

মো. জাকির হোসেন (৩৬): (পিতা: মো. সিরাজুল ইসলাম, গ্রাম: বাজনাব) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড। ​আরমান হোসেন (২২): (পিতা: আব্দুল কাদির, গ্রাম: বেলাবো টেকপাড়া) ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। ​মো. উজ্জল (৩৫): (পিতা: মো. আলী আকবর, গ্রাম: বেলাবো মাটিয়াল পাড়া) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড। ​বেলাবো থানা পুলিশ জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন