জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি :
যশোরের রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে যশোর-খুলনা মহাসড়কের একটি হোটেলের সামনে থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা সকিনা আক্তার (৩০) ও শুকুতারা (২০)। ডিএনসি জানায়, তাঁরা দুজনই রোহিঙ্গা নাগরিক এবং মাদক পাচারের সঙ্গে জড়িত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৭টা ২০ মিনিটের দিকে যশোর কোতোয়ালি মডেল থানাধীন রাজারহাট এলাকায় অভিযান চালানো হয়। সেখানে ‘বিকে সিটি হোটেল অ্যান্ড রিসোর্ট’-এর সামনে থেকে ওই দুই নারীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাঁদের তল্লাশি করে একজনের কাছে ৬ হাজার ও অন্যজনের কাছে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় তাঁদের ব্যবহৃত দুটি মুঠোফোনও জব্দ করা হয়।
অভিযানের বিষয়ে ডিএনসি যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক পারভীন আখতার বলেন, ‘মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই বিপুল পরিমাণ ইয়াবাসহ তাঁদের আটক করা হয়েছে। মাদককারবারিদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে।
এই ঘটনায় ডিএনসির উপপরিদর্শক (এসআই) মোছা. রাফিজা খাতুন বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিএনসি কর্তৃপক্ষ।
আমি কি এই সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের জন্য একটি ছোট ‘ক্যাপশন’ লিখে দেব?





