আব্দুস শহীদ শাকির, জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জ উপজেলার তিরাশী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত রুহির মরদেহ দাফনের তিন মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে তিরাশী গ্রামে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে রুহি গুরুতর আহত হন এবং পরবর্তীকালে তিনি মৃত্যুবরণ করেন। সে সময় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছিল। তবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হওয়ায় এবং নিহতের পরিবারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ গ্রহণ করায় আদালতের নির্দেশে আজ পুনরায় মরদেহ উত্তোলন করা হয়।
আজ দুপুরে কবরস্থান এলাকায় গিয়ে দেখা যায়, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে খনন কাজ শুরু হয়। এ সময় এলাকার শত শত উৎসুক মানুষ ভিড় জমান। মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন: জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। জকিগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ। স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা।
পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলার সুষ্ঠু তদন্ত এবং মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতেই ময়নাতদন্তের প্রয়োজন। আদালতের নির্দেশনা অনুযায়ী মরদেহটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে আইনানুগ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনাকে কেন্দ্র করে তিরাশী গ্রামে পুনরায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের স্বজনরা এই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।





