বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শেখ হাসিনা ও জয়কে দেশে আসার চ্যালেঞ্জ জানালেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের উদ্দেশে দেশে ফিরে এসে বক্তব্য দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এক সাংবাদিক জানতে চান, প্রতিবেশী দেশে অবস্থানরত শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় বিভিন্ন সময় নির্বাচন নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে কি না।

জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাধারণ মানুষ এতে আতঙ্কিত নয়। তাঁর ভাষায়, বিদেশে বসে নানা মন্তব্য করার কোনো বাস্তব মূল্য নেই। যদি সত্যিই সাহস থাকে, তাহলে দেশে ফিরে এসে আইন অনুযায়ী কথা বলুক এবং আইনের আশ্রয় নিক। পালিয়ে থেকে দেওয়া বক্তব্যকে তিনি গুরুত্বহীন বলে উল্লেখ করেন।

চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বাহিনীর ১০৪তম রিক্রুটিং প্যারেড সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে সম্ভাব্য বিশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হচ্ছে। কেউ যেন অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবার সহযোগিতা পেলে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় সীমান্ত পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, মিয়ানমার একটি স্বীকৃত রাষ্ট্র হলেও বর্তমানে রাখাইন সীমান্তের একটি বড় অংশ আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় নানা জটিলতা তৈরি হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমার সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং সীমান্তে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রতিবাদ জানানো হচ্ছে। তবে আরাকান আর্মিকে এখনো কোনো ধরনের স্বীকৃতি দেওয়া হয়নি বলে জানান তিনি।

তিনি আরও বলেন, মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের সময় কখনো কখনো গোলাবর্ষণের গোলা বাংলাদেশের ভূখণ্ডে এসে পড়ছে। সম্প্রতি একটি শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও ঘটে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছে।

এর আগে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ ৯৭ হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচন প্রভাবিত হতে পারে—এমন কোনো পক্ষপাতমূলক বা দায়িত্ববহির্ভূত আচরণ থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

শেয়ার করুন