ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ও আলোচিত নায়িকা পরীমনি শুধু অভিনয়ের মাধ্যমেই নয়, ব্যক্তিগত স্টাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির কারণেও আলোচনায় থাকেন। রূপালি পর্দার বাইরে নিজের দৈনন্দিন জীবন, ভ্রমণ কিংবা অনুভূতির নানা মুহূর্ত তিনি প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন, যা অল্প সময়েই অনুরাগীদের দৃষ্টি কাড়ে।
সম্প্রতি কাজের ব্যস্ততা থেকে বিরতি নিয়ে মালয়েশিয়ায় সময় কাটাচ্ছেন এই চিত্রনায়িকা। ভ্রমণের ফাঁকে সেখানকার কিছু মুহূর্ত তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন। শেয়ার করা একাধিক ছবিতে দেখা যায়, সমুদ্রঘেঁষা একটি হোটেলের বারান্দায় হাসিখুশি ও স্বচ্ছন্দ ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন পরীমনি।
ছবিগুলোর ক্যাপশনে তিনি সংক্ষেপে লিখেছেন, ‘শীত নেই’, সঙ্গে একটি ভালোবাসার প্রতীকী ইমোজি যুক্ত করেছেন। ক্যাপশনের সরলতা ও ছবির পরিবেশ দুটো মিলিয়ে ভক্তদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে।
ছবিতে পরীমনির পরনে ছিল হালকা পোশাক ছোট প্যান্ট ও হাতাকাটা টপস, চোখে রোদচশমা। পেছনে বিস্তৃত নীল সমুদ্র আর খোলা আকাশ তার উপস্থিতিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। স্বাভাবিক অথচ আত্মবিশ্বাসী এই লুক মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কাড়ে।
পোস্ট প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসায় ভরে ওঠে। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, কেউ আবার তার হাসিকে সবচেয়ে আকর্ষণীয় বলে মন্তব্য করেছেন। অনেকেই ভালোবাসা ও শুভকামনার বার্তা জানিয়েছেন।
জানা গেছে, কিছুদিন বিশ্রাম ও নিজেকে সময় দিতেই দেশের বাইরে অবস্থান করছেন পরীমনি। কাজের ফাঁকে এমন অবকাশ যাপনের পাশাপাশি তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থেকে ভক্তদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন। পর্দায় তার পরবর্তী উপস্থিতি নিয়েও অনুরাগীদের আগ্রহ কম নয়।





