সাংবাদিক হত্যা করলে সত্য আড়াল হবে, এটা ক্ষমতাসীনদের ভুল: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে আন্দোলন শুরু হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। সাংবাদিক হত্যা করলে সত্য আড়াল করা যাবে, এটা ভাবা ভুল। ক্ষমতাসীনরা ভুল ভাবছে। বিএনপি সর্বদাই সাংবাদিকদের কল্যাণে কাজ করেছে।

শনিবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম কর্তৃক আয়োজিত সাংবাদিক নাদিম হত্যাকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে এখন তীব্র রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দী করে রাখা হয়েছে। তারেক জিয়াকেও মিথ্যা মামলা দিয়ে বিদেশে রাখতে বাধ্য করেছে। এই অনির্বাচিত নিশিরাতের সরকারকে অতি দ্রুত খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিতে হবে।

বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ