বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেন, সব জায়গায় ‘মবোক্রেসি’ কাজ করে না। তিনি নিজে কোনো ধরনের ভেসে আসা প্রার্থী নন এবং নির্বাচনে অংশগ্রহণের সময় কোনো অপরাধ সংঘটিত করেননি।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে প্রতিপক্ষ প্রার্থীর সমালোচনার জবাবে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন।
মির্জা আব্বাস বলেন, কিছু প্রার্থী তার বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করছেন। “তাদের কাজকর্ম এবং বক্তব্য উভয়ই উসকানি সৃষ্টিকারী। নির্বাচন কমিশনের বিধি-নিষেধ অমান্য করে তারা আমার বিরুদ্ধে ভিত্তিহীন মন্তব্য করছে,” তিনি যোগ করেন।
তিনি আরও বলেন, “এ ধরনের উসকানিমূলক বক্তব্যে আমরা বিরক্ত হইনি, তবে এটি নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করতে পারে। নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব, তারা বিষয়টি নজরে রাখুক। তবে আমি এই প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া দিতে চাই না। আমাদের লক্ষ্য নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখা।”
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, “কিছু প্রার্থী পরিস্থিতি উত্তপ্ত করতে উসকানিমূলক কথাবার্তা বলছেন। তাদের উদ্দেশ্য হলো কোন না কোন ঘটনা ঘটানো, যা আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হতে পারে।”





