বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

যে সীমান্তে বোন হারিয়েছিল, সেখানেই দায়িত্ব নিলেন আরফান

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার রামখানা-অনন্তপুর সীমান্তে ২০১১ সালের ৭ জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত কিশোরী ফেলানীর ছোট ভাই আরফান হোসেন এবার দেশের সীমান্ত রক্ষার দায়িত্বে যুক্ত হলেন। তিনি বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) নবীন সৈনিক হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বিজিবির প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে (বিজিটিসিএন্ডসি) ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্য নবীনদের সঙ্গে আরফান হোসেনও শপথ নেন।

শপথ গ্রহণ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আরফান বলেন, সীমান্তে তার বোনকে গুলি করে হত্যা করা হয়েছিল এবং সেই ঘটনা তার জীবনে গভীর ক্ষত তৈরি করেছে। তিনি জানান, আজ তিনি সেই সীমান্ত রক্ষাকারী বাহিনীর একজন সদস্য হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। তার প্রত্যাশা, ভবিষ্যতে যেন আর কোনো পরিবার ফেলানীর মতো সন্তান হারানোর বেদনা না ভোগে।

তিনি আরও বলেন, বোনকে হারানোর পর থেকেই তার ও তার পরিবারের স্বপ্ন ছিল—একদিন তিনি বিজিবিতে যোগ দেবেন। চার মাসের কঠোর প্রশিক্ষণ শেষে সেই স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েছে। তিনি প্রতিজ্ঞা ব্যক্ত করে বলেন, নিজের জীবন ঝুঁকির মুখে পড়লেও সীমান্তে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন, যাতে কোনো মা-বাবাকে আর সন্তানের লাশ এভাবে দেখতে না হয়।

শেয়ার করুন