রেজুয়ান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রশিদপুর গ্রামে চলাচলের রাস্তায় মাটি ভরাট কেন্দ্র করে মারপিটের অভিযোগ পাওয়া গেছে ঐ গ্রামের সুলতান (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী আশিদুল ইসলাম থানায় অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জানাযায়, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত হাতেম আলীর পুত্র আশিদুল ইসলাম নিজের চলাচলের রাস্তার জন্য ২০২৩ সালে রশিদপুর মৌজার ১০৩১ খারিজ খতিয়ানের জেএল নং ১৮৪ ও ৬২৮ দাগের ২ শতক জমি একই গ্রামের মোহাতাবের নিকট থেকে দুই ছেলের নামে ক্রয় করেন। উক্ত জমিতে মাটি ভরাট করতে গেলে প্রতিবেশি রজব আলীর পুত্র সুলতান (৫০) ও তার স্বজনরা বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে সুলতানের লোকজন আশিদুলের পরিবারের লোকজনের উপর এ্যালোপাথারী মারপিট করেন। এতে আশিদুলের স্ত্রী রুজিনা বেগম (৩৫), মা সুফিয়া বেগম (৭০) ও বোন মাহফুজা বেগম (৪৫) জখম হলে তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
এবিষয়ে সুলতান বলেন, মোহাতাবের নিকট থেকে আমি জমিটি মৌখিক রেওয়াজ বদলে নিয়েছি। সেখানে আমি মাটি দিয়ে ভরাট করি। সেই মাটি নিতে চাওয়াই গন্ডগোল। জমির মালিক মোহাতাব বলেন, আমার জমি আশিদুলকে রেজিষ্ট্রি করে দিয়েছি। সেখানে সুলতানের দাবী করা বেআইনি। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান বলেন, উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।





