বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কেয়া পায়েল-খায়রুল বাসার জুটিকে ঘিরে নতুন আলোচনা

ছোটপর্দার দর্শকদের কাছে বহুল পরিচিত ও জনপ্রিয় জুটি কেয়া পায়েল ও খায়রুল বাসার। একাধিক নাটকে একসঙ্গে অভিনয়ের মাধ্যমে তারা পর্দায় যে স্বাভাবিক ও প্রাণবন্ত রসায়ন তৈরি করেছেন, তা বারবার দর্শকের প্রশংসা পেয়েছে। তবে সাম্প্রতিক সময়ে এই জুটিকে ঘিরে আলোচনা শুধু অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই; তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও নানা কৌতূহল দেখা দিয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে খায়রুল বাসারের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন কেয়া পায়েল। ছবিতে দুজনকেই বেশ হাস্যোজ্জ্বল ও সাবলীল ভঙ্গিতে দেখা যায়, যা মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে। তবে ছবির চেয়েও বেশি আগ্রহ তৈরি করেছে ছবিটির সঙ্গে দেওয়া সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ মন্তব্য।

ছবির ক্যাপশনে কেয়া পায়েল লিখেছেন, ‘যদি সত্যিই জানতে চাও, তবে তোমাকেই চাই।’ এই একটি বাক্য ঘিরেই সামাজিক মাধ্যমে শুরু হয় নানামুখী আলোচনা। অনেক ভক্ত মনে করছেন, এটি হয়তো কোনো নাটকের সংলাপ বা চরিত্রের অংশ। আবার কেউ কেউ ধারণা করছেন, এর মাধ্যমে বাস্তব জীবনের কোনো অনুভূতির ইঙ্গিত দেওয়া হতে পারে। তবে আরেক অংশের দর্শকের মতে, এটি আসন্ন নাটকের প্রচারণার কৌশলও হতে পারে।

উল্লেখ্য, বর্তমানে কেয়া পায়েল ও খায়রুল বাসার একসঙ্গে কাজ করছেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় নির্মিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ। একই নাটকে অভিনয়ের কারণে বাস্তব জীবন ও পর্দার উপস্থিতি মিলেমিশে যাওয়ায় দর্শকদের আগ্রহ ও কৌতূহল আরও বেড়ে গেছে।

শেয়ার করুন