অপু দাস, স্টাফ রিপোর্টার :
রাজশাহী মহানগরীর শাহ্মখদুম থানা এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে অভিযানের সময় কোনো সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে শাহ্মখদুম থানার আওতাধীন সিলিন্দা বটতলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে যে, ওই এলাকায় ৩ থেকে ৪ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল অবস্থান করছে এবং তারা অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছে।
সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ছিনতাইকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পালিয়ে যাওয়ার মুহূর্তে তারা সিলিন্দা বটতলা এলাকার স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কিছু সামগ্রী ফেলে রেখে পাশের একটি আমবাগানের ভেতর দিয়ে রাতের অন্ধকারে আত্মগোপন করে।
ছিনতাইকারীরা ঘটনাস্থল ত্যাগ করার পর ডিবি পুলিশ স্থানীয় নৈশপ্রহরীদের উপস্থিতিতে আশপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশির একপর্যায়ে আওয়ামী লীগ কার্যালয়ের পূর্ব পাশের একটি ফাঁকা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটির গায়ে ইংরেজিতে “MADE IN USA” লেখা রয়েছে। একই সঙ্গে একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিও উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
রাজশাহী মহানগর ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতের অন্ধকার এবং আমবাগানের ভৌগোলিক সুবিধার কারণে ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে সন্দেহভাজনদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে।





